| রাত ১:৪৮ - বৃহস্পতিবার - ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ - ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ - ৩০শে শাবান, ১৪৪৪ হিজরি

তারাকান্দায় মানব পাচারকারী চক্রের ৩ সদস্য গ্রেপ্তার : উদ্ধার হয়নি মাদরাসা ছাত্র

 

রফিক বিশ্বাস, তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ময়মনসিংহের তারাকান্দায় মানব পাচারকারী ও পাচারের নামে প্রতারণা করে আটকে রেখে মুক্তিপণ আদায়কারী চক্রের ৩ সদস্য পুলিশ গ্রেপ্তার করা হলেও আজোও উদ্ধার হয়নি মাদরাসা ছাত্র নয়ন। আটককৃতরা হলো নরসিংদী জেলার রায়পুরা উপজেলার হাসনাবাদ গ্রামের উসমান গণির পুত্র রাজিব মিয়া (৩০), পিরিচকান্দা গ্রামের তাজুল ইসলাম (৫০) ও আছিয়াবাদ গ্রামের হাবিবুর রহমান (৫০)। গ্রেপ্তারকৃত পাচারকারী চক্রের ৩ সদস্যদের পুলিশ বৃহস্পতিবার (৭ মে) একদিনের রিমান্ড নিয়েছে। পাচারকারী চক্রের ৩ সদস্য গ্রেফতার হলেও মূল হোতা রাজিব মিয়ার ভাই হানিফ আজও গ্রেপ্তার হয়নি। উদ্ধার হয়নি অপহৃত তারাকান্দা উপজেলার বালিখাঁ গ্রামের রমজান আলীর পুত্র জাকির হোসেন ওরফে নয়ন মিয়া। অপহৃত মাদরাসা ছাত্রের পিতা রমজান আলী জানান, তার ছেলেকে মানব পাচারকারী চক্রের সদস্যরা মালয়েশিয়া পাঠিয়েছে। ৩ লক্ষ টাকা মুক্তিপণ দিলে মালয়েশিয়া থেকে এনে ছেড়ে দেওয়া হবে। #

সর্বশেষ আপডেটঃ ৭:০৮ অপরাহ্ণ | মে ০৭, ২০১৫