নান্দাইলে অটোবাইক চাপায় এক বৃদ্ধার মৃত্যু

ভ্রাম্যমান প্রতিনিধি ঃ আজ বৃহস্পতিবার (০৭ মে) সকাল আনুমানিক ১০ টায় ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নের বনগ্রাম চৌরাসত্মা এলাকায় অটোবাইকের চাপায় পড়ে খারুয়া ইউনিয়নের বনগ্রাম এলাকার মৃত বাবর আলীর স্ত্রী এংরাজের মা (৭০) ঘটনাস্থলেই মৃত্যুবরন করে। তাকে নান্দাইল উপজেলা স্বাস’্য কমপেস্নক্সে সকাল ১১ টায় আনা হলে কর্ত্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করে ।#