| সকাল ৬:২৫ - শনিবার - ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ - ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ - ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

পশ্চিমবঙ্গে বাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ১১

অনলাইন ডেস্ক | ৭ মে ২০১৫, বৃহস্পতিবার:

ভারতের পশ্চিমবঙ্গে একটি পটকা-বাজি কারখানায় বিস্ফোরণে কমপক্ষে ১১ জন নিহত ও ৭ জন আহত হয়েছেন। পশ্চিম মিদনাপুর জেলার পিঙ্গলা অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে। আহতদের অবস্থা আশঙ্কাজনক। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। এদিকে এ ঘটনার পর কারখানার মালিক রঞ্জন মৈতি নিখোঁজ রয়েছেন। তিনি পালিয়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। মৈতিকে গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। এদিকে বিস্ফোরণ এতো জোরালো ছিল যে, আশপাশের বেশ কয়েকটি ভবন সে শব্দে কেঁপে ওঠে। এমনকি কয়েকটি ভবনে ফাটলও দেখা দিয়েছে

সর্বশেষ আপডেটঃ ৫:৩২ অপরাহ্ণ | মে ০৭, ২০১৫