না’গঞ্জে ছোট ভাইয়ের স্ত্রীকে ধর্ষণ

অনলাইন ডেস্ক|
নারায়নগঞ্জ জেলার বন্দর উপজেলায় ছোট ভাইয়ের স্ত্রীকে ধর্ষণ করেছে ভাসুর আবদুল মতিন। বৃহস্পতিবার (০৭ মে) সকালে ধর্ষণের শিকার ওই গৃহবধূ বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলায় উল্লেখ করা হয়েছে, নিখোঁজ স্বামীর খোঁজ দেওয়ার কথা বলে ধর্ষণ করেছে তার ভাসুর।
মামলার বরাত দিয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের চরইসলামপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে আব্দুল লতিফ ভূইয়া ২৮ এপ্রিল (মঙ্গলবার) থেকে নিখোঁজ। তার খোঁজে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালাচ্ছে।
তিনি জানান, বুধবার (০৬ মে) রাতে নিখোঁজ লতিফের খোঁজ পাওয়া গেছে এমন কথা বলে মোবাইল ফোনে লতিফের স্ত্রীকে বাড়ি থেকে বন্দর একরামপুর এলাকায় আকিজ সিমেন্ট ফ্যাক্টরির সামনে নিয়ে যায় তার ভাসুর মতিন। সেখান থেকে ওই গৃহবধূকে কৌশলে শীতলক্ষ্যা নদীর পাড়ে নিয়ে ধর্ষণ করা হয়।
মামলায় আবদুল মতিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এবং তার সহযোগী নাজমুল, আমির ও কাইউমকে সহযোগিতার অভিযোগ আনা হয়।
গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।