| বিকাল ৫:১৯ - শুক্রবার - ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ - ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

সবচেয়ে ধনী ক্লাব রিয়াল মাদ্রিদ

অনলাইন ডেস্ক | ৭ মে ২০১৫, বৃহস্পতিবার:

ফুটবলে শুধু পারফরম্যান্স দিয়ে নয়, সম্পদের দিক থেকেও নিজেদের অাধিপত্য ধরে রেখেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। সম্প্রতি সবচেয়ে ধনী ফুটবল ক্লাবগুলোর তালিকা প্রকাশ করেছে বিশ্বখ্যাত ম্যাগাজিন ফোর্বস। তাদের এই তালিকা অনুযায়ী এই গ্রহের সবচেয়ে ধনী ক্লাব হিসেবে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে রিয়াল মাদ্রিদ। সম্পদের সূচকে ৫ শতাংশ হ্রাস সত্ত্বেও তালিকায় শীর্ষ স্থানেই রয়েছে রোনালদোর দল।

২০১৩ সালে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইডেটকে সরিয়েই এই তালিকায় এখনও শীর্ষস্থানে রয়েছে রিয়াল। যেখানে তাদের সম্পদের পরিমাণ ২.৮ বিলিয়ন ইউরো। দ্বিতীয় স্থানে রয়েছে রিয়ালের চির প্রতিদ্বন্দ্বী ক্লাব বার্সেলোনা। কাতালান ক্লাবটির সম্পদের পরিমাণ ২.৮ বিলিয়ন ইউরো। তালিকায় শীর্ষ ২০ এর মধ্যে রয়েছে ৮টি ইংলিশ ক্লাব।

১. রিয়াল মাদ্রিদ (২.৮৭ বিলিয়ন ইউরো)
২. বার্সেলোনা (২.৭৮ বিলিয়ন ইউরো )
৩. ম্যানচেস্টার ইউনাইটেড (২.৭৩ বিলিয়ন ইউরো)
৪. বায়ার্ন মিউনিখ (২.০৭ বিলিয়ন ইউরো)
৫. ম্যানচেস্টার সিটি (১.২১ বিলিয়ন ইউরো)
৬. চেলসি (১.২ বিলিয়ন ইউরো)
৭. অার্সেনাল (১.১৫ বিলিয়ন ইউরো)
৮. লিভারপুল (৮৬৬ মিলিয়ন ইউরো)
৯. জুভেন্টাস (৭৩৮ মিলিয়ন ইউরো)
১০. মিলান (৬৮৩ মিলিয়ন ইউরো)
১১. বরুসিয়া ডর্টমুন্ড (৬১৭ মিলিয়ন ইউরো)
১২. প্যারিস সেন্ট জার্মেই (৫৫৯ মিলিয়ন ইউরো)
১৩. টটেনহ্যাম (৫২৯ মিলিয়ন ইউরো)
১৪. শালকে (৫০৪ মিলিয়ন ইউরো)
১৫. ইন্টার (৩৮৭ মিলিয়ন ইউরো)
১৬. অ্যাটলেটিকো মাদ্রিদ (৩৮৪ মিলিয়ন ইউরো)
১৭.নাপোলি (৩১১ মিলিয়ন ইউরো)
১৮. নিউক্যাসল ইউনাইটেড (৩০৮ মিলিয়ন ইউরো)
১৯. ওয়েস্ট হ্যাম (২৭২ মিলিয়ন ইউরো)
২০. গ্যালাতেসারে (২৫৯ মিলিয়ন ইউরো)

সর্বশেষ আপডেটঃ ৪:৪৮ অপরাহ্ণ | মে ০৭, ২০১৫