| রাত ২:৫৩ - মঙ্গলবার - ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১০ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বাজিতপুরে স্কুলছাত্রী অপহৃত, অভিযোগ দায়ের

 

বাজিতপুর সংবাদদাতাঃ- কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হালিমপুর ইউনিয়নের হালিমপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী (১৫) কে গত মঙ্গলবার সকালের দিকে স্কুলের সম্মূখ থেকে একই এলাকার বখাটে ফয়সাল মিয়া ও তার সঙ্গীয়রা মাইক্রো যোগো অপহরণ করে নিয়েগেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এলাকা ও থানা সূত্রে জানা গেছে, ওই স্কুল ছাত্রীকে বখাটে ফয়সাল মিয়া কয়েক মাসধরে উক্ত্যক্ত করে আসছিল। স্কুল ছাত্রীর পিতা মানিক মিয়া ও তার পরিবারের লোকজন বখাটে ফয়সাল মিয়ার বাড়িতে জানালে তারা আরও বেপরেয়া হয়ে উঠে। শেষ পর্যনত্ম বখাটের পরিবাররা স্কুল ছাত্রীকে শেষ পর্যনত্ম জিম্মি দশায় অপহরণ করে নিয়ে গেছে। এই ব্যাপারে স্কুল ছাত্রীর পিতা মানিক মিয়া  বৃহস্পতিবার দুপুরে এই সংবাদদাতাকে জানান, তার মেয়েকে না পেয়ে তিনি বখাটে ফয়সাল মিয়া, এনাম মিয়া, বাবুল মিয়াসহ অজ্ঞাত ৩-৪ জনের বিরুদ্ধে বাজিতপুর থানায় অভিযোগ দায়ের করেন। হালিমপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা মেহেরম্নন্নেছা  বৃহস্পতিবার এই সংবাদদাতাকে জানান, ওই ছাত্রী অনেক দিন যাবত থেকে স্কুলে অনুপসি’ত রয়েছে। অপহরণের ঘটনা তিনি জানেন না বলে উলেস্নখ করেন। বাজিতপুর থানার তদন্তকারী ওসি মোঃ মোস্তাফিজুর রহমান জানান, অভিযোগ পাওয়া গেছে। আইনানুগভাবে ব্যবস্থা নিবেন বলে সত্যতা স্বীকার করেন।

সর্বশেষ আপডেটঃ ৫:০২ অপরাহ্ণ | মে ০৭, ২০১৫