| সকাল ৭:৩৬ - বৃহস্পতিবার - ২৪শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ - ৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ - ২০শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি

লিপাইনে আঘাত হানতে যাচ্ছে টাইফুন ‘নউল’

অনলাইন ডেস্ক|৭ মে ২০১৫,বৃহস্পতিবার :

ফিলিপাইনের দিকে ধেয়ে যাচ্ছে টাইফুন ‘নউল’।আগামী ১০ মে নাগাদ এটি ফিলিপাইনের উত্তরাঞ্চলে আঘাত হানতে পারে।

এটি আরো ঘনীভূত হয়ে টাইফুন ‘ডলফিন’ এ রুপান্তরিত হয়ে সামনের দিনগুলোতে উত্তর পশ্চিমে অগ্রসর হতে পারে বলে জানিয়েছে নেভি ও এয়ারফোর্স পরিচালিত ইউএস জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার। যা, জাপানের জন্যও হুমকি হতে পারে।

এদিকে পশ্চিম প্রশান্ত মহাসাগরে ঘনিভূত হওয়া টাইফুন ‘নউল’র আঘাতে ফিলিপাইনের উত্তরাঞ্চলীয় লুজনে ভূমিধসের আশঙ্কা করছে ইউএস জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার।

বিশ্বের সবচেয়ে দুর্যোগপ্রবণ দেশটিতে ২০১৪ সালে আঘাত হানা সুপার টাইফুন ‘হাইয়ান’র মতো শক্তিশালী হবেনা ‘নউল’। তবে আবহাওয়াবিদরা একে ক্যাটাগরি ৪ টাইফুন বলছেন।

আঘাতের সময় ‘নউল’র বাতাসের গতিবেগ হবে ঘণ্টায় সর্বোচ্চ ১২৫ মাইল। টাইফুনের আঘাতে রাজধানী ম্যানিলায় তেমন কোনো ক্ষতির সম্ভাবনা নেই। তবে ‘নউল’র চেয়ে বড় ও শক্তিশালী হবে টাইফুন ‘ডলফিন’।

সর্বশেষ আপডেটঃ ১:১১ অপরাহ্ণ | মে ০৭, ২০১৫