অধিনায়ক মিসবাহকে ফেরালেন সাকিব

অনলাইন ডেস্ক | ৭ মে ২০১৫, বৃহস্পতিবার:
মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে সফরকারী পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই আঘাত হানেন অলরাউন্ডার সাকিব আল হাসান। দিনের দ্বিতীয় ওভারেই পাক অধিনায়ক মিসবাহকে ফেরান তিনি। ব্যক্তিগত ৯ রান করে সাকিবের বলে সরাসরি বোল্ড হয়ে ফিরে যান মিসবাহ। এর আগে প্রথম দিন শেষে পাকিস্তানের সংগ্রহ তিন ইউকেট হারিয়ে ৩২৩ রান। আজহার ১২৭ রানে অপরাজিত রয়েছেন। এই সেঞ্চুরিয়ানকে সঙ্গ দিয়ে দ্বিতীয় দিন ব্যাট হাতে নেমেছেন আসাদ শফিক। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও একমাত্র টি-টোয়েন্টিতে স্বাগতিকদের কাছে ওয়াইটওয়াশ হয় সফরকারীরা। ২ টেস্টের সিরিজের প্রথমটি ড্র হয়।