ফুলবাড়ীয়ায় পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

ফুলবাড়ীয়া ব্যুরো : আজ বুধবার (৬মে) ফুলবাড়ীয়া সদরের বড় পুকুরে বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে পানিতে ডুবে রিফাত (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
পুরাতন গরম্নহাটা আল জামিয়াতুল আকবরিয়া কাছিমুল উলুম ও এতিমখানার ৬ জন ছাত্র সকাল ১১টায় একসাথে বড় পুকুরে গোসল করার সময় রিফাত নামের শিশুটি পানিতে ডুবে যায়। খুজাখুজির প্রায় ১ঘন্টা পর পুকুরের ঘাটের নিচে শিশুটির লাশ দেখে। শিশুটির মৃত্যুর খবরে মাদ্রাসা ছাত্রদের কান্নায় আকাশ বাতাশভারী হয়ে উঠে। নেমে এসেছে শোকের ছায়া। শিশু রিফাত বালিয়ান ইউনিয়নের বৈদ্যবাড়ি গ্রামের প্রবাসী জাকির হোসেনের পুত্র বলে জানাগেছে।