| রাত ৯:০৮ - শুক্রবার - ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

হোটেল কর্মচারিদের সুস্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে-সিভিল সার্জন

 

স্টাফ রিপোর্টার :
জেলা সিভিল সার্জন ডা. একেএম মোস্তফা কামাল বলেছেন, হোটেল রেস্তোরার পরিবেশ ভালো রাখতে হবে। খাবারের মান উন্নত করতে হবে। কর্মচারিদের সুস্বাসে’্যর দিকে নজর দিতে হবে সবচেয়ে বেশি। তাহলে ক্রেতারা নিশ্চিনেত্ম হোটেলে খাবার খেতে আসবেন। এতে করে এ শহরের হোটেলগুলোর সুনাম ছড়িয়ে পড়বে দেশের সব জায়গায়। তিনি গতকাল মঙ্গলবার স্থানীয় আবুল ওয়ারী পার্টি সেন্টারে জেলা রেস্তোরা মালিক সমিতির উদ্যোগে আয়োজিত কর্মচারিদের ফিটনেস সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষনে এ কথা গুলো বলেন। জেলা সিভিল সার্জন বলেন কর্মচারীদের পোষাক পরি”ছন্ন রাখতে হবে। খাবার তৈরি ও পরিবেশনের ব্যাপারে সর্তক ও সচেতন হতে হবে। তিনি এমন একটি ব্যতিক্রমী উদ্যোগ ও আয়োজনের জন্য জেলা রেস্তোরা মালিক সমিতিকে ধন্যবাদ জানিয়ে বলেন, ভবিষ্যতে এমন যে কোনো উদ্যোগে তিনি সক্রিয়ভাবে যুক্ত থাকবেন। এ ছাড়া স্বাস্থ্য বিভাগের সংশিস্নষ্ট কর্মসূচিতেও তিনি হোটেল মালিকদের যুক্ত করবেন।
সভায় সভাপতিত্ব করেন জেলা রেস্তোরা মালিক সমিতির সভাপতি আলহাজ্ব জামাল হোসেন। সঞ্চালকের ভূমিকা পালন করেন সংগঠনের সাধারণ সম্পাদক খন্দকার শরীফ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপসি’ত ছিলেন সাংবাদিক নিয়ামুল কবীর সজল। বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মীর আনোয়ার হোসেন, জেলা স্যানিটরি ইন্সপেক্টর আবুল কালাম আজাদ, সদর স্যানিটরি ইন্সপেক্টর শামসুল আলম, পৌরসভার দীপক মজুমদার প্রমুখ। সভায় প্রায় আড়াইশ কর্মচারীকে ফিটনেস সার্টিফিকেট প্রদান করা হয়। #

সর্বশেষ আপডেটঃ ৭:৪০ অপরাহ্ণ | মে ০৬, ২০১৫