নেত্রকোনায় ভেজালের দায়ে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

নেত্রকোনা প্রতিনিধি : জেলার পূর্বধলা উপজেলা সদরে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার রাতে এই অভিযান চালানো হয়।
জানা গেছে, স’ানীয় ইউএনও ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিনের নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত ভেজাল ওষুধ বেচার দায়ে পূর্বধলা স্টেশন বাজারের হোমিওপ্যাথিক চিকিৎসক সেলিম মিয়াকে ১০ হাজার টাকা এবং মসলা ভাঙ্গানোর মিলে মরিচের গুড়ার সঙ্গে ভেজাল মেশানোর দায়ে বাচ্চু মিয়াকে ৩০ হাজার ও মোসত্মফা মিয়াকে ১৫ হাজার টাকা জরিমানা করেন।