| ভোর ৫:৪৪ - রবিবার - ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ - ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বিতর্কিত শার্লি এবদো ‘বিশেষ সম্মাননা’য় ভূষিত

অনলাইন ডেস্ক | ৬ মে ২০১৫, বুধবার:

কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থার মধ্যে গতকাল ‘পেন অ্যামেরিকান সেন্টার’ ফ্রান্সের বহুল বিতর্কিত সাপ্তাহিক ম্যাগাজিন শার্লি এবদোকে বিশেষ সম্মাননায় ভূষিত করেছে। বিদ্রƒপাত্মক ম্যাগাজিন শার্লি এবদোকে ‘ফ্রিডম অব এক্সপ্রেশন কারেজ অ্যাওয়ার্ড’-এ ভূষিত করা হয়। টেক্সাসের ডালাসে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রতিযোগিতায় হামলার দুই দিন পর এ সম্মাননা প্রদানের ঘটনা ঘটলো। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। পেন-এর প্রেসিডেন্ট অ্যান্ড্রু সলোমন মুক্ত মতপ্রকাশের চর্চার ব্যাপারে তার বক্তব্য রাখেন। শার্লি এবদোর প্রধান সম্পাদক জেরার্ড বিয়ার্ড বলেন, ধর্মীয় উগ্রপন্থীদের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো ভয় বা আতঙ্ক এবং ‘আমাদের অবশ্যই তাদের নিরস্ত্র করতে হবে’। তিনি বলেন, তারা চায় না আমরা লিখি বা আঁকি। আমাদের অবশ্যই লিখতে ও আঁকতে হবে। তিনি বলেন, তারা চায় না আমরা চিন্তা করি ও হাসি। আমাদের অবশ্যই চিন্তা করতে ও হাসতে হবে। তারা চায় না আমরা বিতর্ক করি। আমাদের অবশ্যই বিতর্ক করতে হবে। এদিকে শার্লি এবদোকে বিশেষ সম্মাননায় ভূষিত করার সিদ্ধান্তে প্রখ্যাত ৬ সাহিত্যিক অনুষ্ঠানে অংশ নেয়া থেকে বিরত থাকেন। শার্লি এবদোর কার্যালয় ফ্রান্সের রাজধানী প্যারিসে। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র ছাপানোর প্রতিশোধ নিতে এ বছরের শুরুর দিকে কট্টরপন্থী মুসলমান বন্দুকধারীরা শার্লি এবদোর কার্যালয়ে হামলা চালিয়ে ম্যাগাজিনটির সম্পাদকসহ ১২ জনকে হত্যা করে। ইয়েমেনভিত্তিক আল-কায়েদা ওই হামলার দায় স্বীকার করেছিল।

 

সর্বশেষ আপডেটঃ ৬:৫৬ অপরাহ্ণ | মে ০৬, ২০১৫