যৌন নির্যাতনের প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন

নেত্রকোনা প্রতিনিধি : ‘নারীর অধিকার- মানবাধিকার’ প্রতিপাদ্য বিষয় নিয়ে বাংলা নববর্ষের দিন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারীদের উপর যৌন নির্যাতনের প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসাবে বুধবার জেলা মহিলা পরিষদের উদ্যোগে নেত্রকোনায় মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
জেলা শহরের ছোট বাজারে নেত্রকোনা শহীদ মিনারের সামনের সড়কে বেলা ১১টা থেকে ৩০ মিনিট মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধনে স্কুল কলেজের শিক্ষার্থী, মানবাধিকার কর্মী, সাংবাদিকসহ সমাজের নানা শ্রেণি পেশার লোকজন অংশ গ্রহন করেন। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- মহিলা পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক রেহানা সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক তাহেজা বেগম এ্যানী, উদীচী জেলা সংসদের সভাপতি মোজাম্মেল হক বাচ্চু, সম্পাদক নিলম বিশ্বাস রাতুল, নারী নেত্রী সৈয়দা বিউটি, আফরোজা চৌধুরী, নাইম সুলতানা লিবন, শিক্ষক চিন্ময় তালুকদার প্রমুখ। এর আগে একটি মিছিল শহর প্রদক্ষিন করে।