মুক্তাগাছায় নারীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

মুক্তাগাছা(ময়মনসিংহ) প্রতিনিধি: পহেলা বৈশাখ টিএসসিতে নারীর ওপর হামলা ও যৌন নির্যাতনের প্রতিবাদে গতকাল বুধবার বিকালে মুক্তাগাছায় বাংলাদেশ মহিল পরিষদ মানববন্ধন কর্মসূচী পালন করেছে। স’ানীয় প্রেসক্লাবের সামনে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের পাশে দাড়িয়ে এ মানববন্ধন পালন করে। এসময় মহিলা পরিষদের সভাপতি রুমি দাস, সাধারণ সম্পাদক সুরাইয়া মালেক, নারী নেত্রী মলিনা রানী দত্ত, পৌরসভার কাউন্সিলর দেলোয়ারা বেগম লাভলী, রীনা পাল, বিউটি সরকার, শিউলি বেগম, সুলতা সরকার, আয়েশা আক্তার, চায়না পাল, রোকেয়া খন্দকার প্রমুখ বক্তব্য রাখেন।