| সকাল ৯:০৫ - শুক্রবার - ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ঈশ্বরগঞ্জে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি,
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে করমা গ্রাম থেকে আজ বুধবার সকালে পুলিশ হাসিম উদ্দিনের (৫০) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, মগটুলা ইউপির করমা গ্রামের হাসিম উদ্দিন এর সাথে তার ভাতিজা বাদল সহ তার ভাইদের সাথে জমি সংক্রান- বিরোধে মামলা মোকদ্দমা চলে আসছিল। মঙ্গলবার রাতে হাসিম উদ্দিন বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি । পরে গতকাল বুধবার ভোরে বাড়ির সামনে একটি আম গাছে হাসিম উদ্দিনের লাশ ঝুলতে দেখে স’ানীয়রা পুলিশকে খবর দেয়। নিহতের কন্যা সেলিনার অভিযোগ তার চাচাতো ভাইয়েরা তার বাবাকে নির্যাতন করে হত্যা করেছে। ঈশ্বরগঞ্জ থানার এস আই বশির উদ্দিন নিহতের লাশ উদ্ধার করে ময়না তদনে-র জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে। #

সর্বশেষ আপডেটঃ ৫:৪৪ অপরাহ্ণ | মে ০৬, ২০১৫