| সকাল ৮:৪৭ - শুক্রবার - ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

প্রথম দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ৩২৩/৩

অনলাইন ডেস্ক | ৬ মে ২০১৫, বুধবার:

বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিন ৩ উইকেটে ৩২৩ রানে শেষ করেছে পাকিস্তান। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটে গিয়ে আজহার আলী ও ইউনুস খানের সেঞ্চুরি এই বড় সংগ্রহ সফরকারীদের। ইউনুস খান ক্যারিয়ারের ২৯তম টেস্ট সেঞ্চুরি আদায় করে ১৪৮ রানে ফিরলেও আজহার আলী দিন শেষে ১২৭ রানে অপরাজিত আছেন। ৫৮ রানে দ্বিতীয় উইকেট হারানোর পর তৃতীয় উইকেটে উনুস ও আজহার আলী ২৫০ রানের জুটি গড়েন। এর আগে দলীয় ৯ রানের মাথায় ব্যক্তিগত ৮ রানে মোহাম্মদ হাফিজকে ফেরান মোহাম্মদ শহিদ। শহিদ ৪৩ রানে নিয়েছেন ২ উইকেট। আর সামি আসলামকে ১৯ রানে ফেরান তাইজুল ইসলাম। আজহারের সঙ্গে ৯ রানে অপরাজিত থেকে আগামীকাল ব্যাটে নামবেন অধিনাক মিসবাহ উল হক।
রুবেল হোসেনের ইনজুরিতে দ্বিতীয় টেস্টে দলে ঢুকেছেন শাহাদাত হোসেন রাজিব। কিন্তু ব্যক্তিগত দ্বিতয়ি বলেই ইনজুরিতে পড়ে মাঠের বাইরে চলে গেছেন তিনি। এমন কি ঢাকা টেস্ট শেষ হওয়ার শঙ্কায় তিনি।

সর্বশেষ আপডেটঃ ৫:৫৬ অপরাহ্ণ | মে ০৬, ২০১৫