| সকাল ১০:৫৮ - সোমবার - ২৭শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ - ৪ঠা রমজান, ১৪৪৪ হিজরি

ঢাকা টেস্ট শেষ শাহদাত রাজীবের !

অনলাইন ডেস্ক | ৬ মে ২০১৫, বুধবার:

৭০ রানে ২টি উইকেট হারিয়ে মধ্যাহ্ন বিরতিতে যায় পাকিস্তান। এরপরই বোলিং কোচের সঙ্গে বিরতিতে অনুশীলনে আসেন পেসার শাহদাত হোসেন রাজীব। কিন্তু বল করতে গিয়ে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তাকে স্ট্রেচারে করে তুলে নিয়ে যাওয়া হয়  মাঠের বাইরে। তার বিষয়ে সংবাদ মাধ্যমকে বিসিবি’র মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানিয়েছেন, ‘শাহদাতের ডান হাটুতে চোট লেগেছে। আপাতত তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন।’ রুবেল হোসেনের ইনজুরি কারণে একাদশে সুযোগ হয়েছিল এই পেসারের। কিন্তু দিনের শুরুতেই প্রথম বলটি করার পর মাটিতে পরে গিয়েছিলেন। এরপর দ্বিতীয় বলটি করে তার আর বল করা হয়নি। তার সেই ওভার সমাপ্ত করেন সৌম্য সরকার। এরপর মাঠে ফিরে একটি ক্যাচও নিয়েছিলেন। তবে তার অবস্থা যতটা গুরুতর সেই হিসেবে ঢাকা টেস্ট যে আর খেলা হচ্ছে না তা অনেকটাই অনুমেয়।

সর্বশেষ আপডেটঃ ৩:৫৮ অপরাহ্ণ | মে ০৬, ২০১৫