থাপ্পড় হজম করলেন বিদ্যা

অনলাইন ডেস্ক | ৬ মে ২০১৫, বুধবার:
এক ডজন চড় খেলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা বালান। সম্প্রতি অভিনেতা রাজকুমার রাও বিদ্যার গালে পরপর এক ডজন চড় মারেন। বিদ্যার চড় খাওয়ার এই বিষয়টি অবাক করার মতো হলেও সত্যি। তবে বাস্তবে নয়, একটি ছবির শুটিং করতে গিয়ে এই বিষয়টি হজম করতে হয়েছে বিদ্যাকে। একটি চড়ের দৃশ্য ক্যামেরাবন্দি করতে গিয়ে ১২ বার চপেটাঘাত খেতে হয় বিদ্যা বালানকে। বর্তমানে ‘হামারি আধুরি কাহানি’ ছবির শুটিং করছেন বিদ্যা। মোহিত সুরি পরিচালিত এ ছবির প্রধান চরিত্রে অভিনয় করছেন তিনি। এখানে তার স্বামীর চরিত্রে দেখা যাবে রাজকুমার রাওকে। রোমান্টিক-ড্রামা নির্ভর ছবির অনেকখানি কাজ এরই মধ্যে সম্পন্ন হয়েছে। সম্প্রতি ছবির একটি উত্তেজনাকর দৃশ্যে অভিনয় করছিলেন বিদ্যা ও রাজকুমার। হঠাৎ করেই পরিচালক ঠিক করলেন এখানে একটি চড়ের দৃশ্য রাখার। কথা অনুযায়ী শুরু হয়ে গেল কাজ। বিদ্যাকে চড় মারা কোনভাবেই সঠিক হচ্ছিল না রাজকুমার রাওয়ের। আর তাই তো একের পর এক থাপ্পড় তিনি মেরেই যাচ্ছিলেন বিদ্যাকে। শেষ পর্যন্ত এক ডজন থাপ্পড় খেয়ে ‘ওকে’ হলো ওই দৃশ্যটি। ততক্ষণে বিদ্যার ডান গাল টকটকে লাল হয়ে গেছে। চটজলদি তাকে বরফ দেয়া হলো। বিশ্রাম দেয়া হলো এক ঘণ্টার। বিদ্যা অবশ্য তখনও হেসেই যাচ্ছিলেন। কারণ, তিনি নিজেও মজা পেয়েছিলেন এই দৃশ্যটি করে। এ বিষয়ে বিদ্যা বালান বলেন, ছোটবেলায় মা-বাবার চড় অনেক খেয়েছি। কিন্তু বড় হওয়ার পর আমার গায়ে এখন পর্যন্ত কেউ হাত তুলেনি। পরপর ১২টি থাপ্পড় খাওয়া তো দূরের ব্যাপার। আমি খুব কষ্ট করে হাসি কন্ট্রোল করে রেখেছিলাম। রাজকুমার রাও-ও সাহস পাচ্ছিলেন না জোরে মারার। অবশেষে এতগুলো থাপ্পড় খেতে হলো আমাকে। আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে এই বিষয়টি।