ভারতের মন্ত্রিসভায় সীমান্ত বিল অনুমোদন

অন লাইন ডেস্ক | ৫ মে ২০১৫, মঙ্গলবার,
বাংলাদেশ-ভারতের মধ্যে সীমান্ত চুক্তি কার্যকরে ভারতের কেন্দ্রীয় মন্ত্রীসভা আজ একটি সংবিধান সংশোধনী বিল পাস করেছে। বাংলাদেশ ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসাম এ সীমান্ত চুক্তির আওতাভুক্ত। কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনুমোদনের পর আগামীকাল বিলটি রাজ্যসভা এবং আগামী বৃহস্পতিবার লোকসভায় পাস করানোর কথা। আজ রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে মন্ত্রিসভা বিলটি অনুমোদন করে। ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের চাপে গতকাল রাতে ক্ষমতাসীন দল বিজেপি বিলটি কোন পরিবর্তন ছাড়াই পাস করার সিদ্ধান্ত নেয়।