| ভোর ৫:৫৬ - সোমবার - ২২শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৯ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১২ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

কেন্দুয়ায় আট পরিবার বাড়ি ছাড়া

নেত্রকোনা প্রতিনিধি : জেলার কেন্দুয়া উপজেলার সাহিতপুর গ্রামের আটটি আসহায় পরিবার জনৈক আবু তাহেরের অত্যাচারে নিজ বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নেয়ার অভিযোগ উঠেছে। বাবুল রবিদাস প্রতিকার চেয়ে জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ করেছেন।
জানা গেছে, কেন্দুয়ার সাহিতপুর গ্রামের ময়না রবিদাস, সুনীল রবিদাস, অনিল রবিদাস, ঝুনিল রবিদাস, ধনীলাল রবিদাস, খোকন রবিদাস, কৃষ্ণ রবিদাসসহ আটটি পরিবারের ওপর একই এলাকার আবু তাহের নাভাবে অত্যাচার নির্যাতন করে। আট পরিবারের ৩২জন সদস্য প্রান ও মান-ইজ্জতের ভয়ে নিজ বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। আবু তাহেরের বিরুদ্ধে উপজেলার খিদিরপুর গ্রামের মোহাম্মদ আলী মেম্বার, পটুয়াপাড়া গ্রামের নবী, চেংজানা গ্রামের তাজু হত্যা এবং সাহিতপুর বাজারে মুচী নারী ধর্ষণসহ চাঁদাবাজী, অন্যের জমি দখলের একাধিক অভিযোগ রয়েছে।
অভিযোগে উল্লেখ, আবু তাহেরের এলাকায় সন্ত্রাসী বাহিনী রয়েছে। ওরা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে চলেছে। ভয়ে এদের বিরুদ্ধে এলাকার কেউ কথা বলার সাহস পায়না।

সর্বশেষ আপডেটঃ ৭:৪১ অপরাহ্ণ | মে ০৫, ২০১৫