আবারও ভূমধ্যসাগরে অভিবাসীবাহী নৌকাডুবি

অনলাইন ডেস্ক | ৫ মে ২০১৫, মঙ্গলবার:
আবারও ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনা ঘটেছে। তবে এতে কতজন নিহত হয়েছে সে সংখ্যা এখনও জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে নিহতের সংখ্যা ৪০। আন্তর্জাতিক দাতা সংস্থা সেভ দ্য চিলড্রেন মঙ্গলবার এ খবর জানিয়েছে।
কাতানিয়ায় সেভ দ্যা চিলড্রেনের প্রতিনিধি জিওভান্না ডি বেন্ডিতো উদ্ধার হওয়া অভিবাসীদের বরাত দিয়ে জানান, একটি রাবারের নৌকায় ১৩৭জন অভিবাসী লিবিয়া থেকে ইতালি যাচ্ছিল। নৌকাটি রোববার ভূমধ্যসাগরের লিবিয়া ও ইতালির সিসিলি দ্বীপের মাঝামাঝি এলাকায় এলে এটি ফেটে যায়। এতে নৌকার সবাই সাগরে পড়ে যায়। জেরান নামের একটি বানিজ্য জাহাজ ওই পথ দিয়ে যাওয়ার সময় অভিবাসীদের উদ্ধার করে। তাদেরকে মঙ্গলবার কাতানিয়ায় নিয়ে এসেছে উদ্ধারকারী জাহাজ জেরান।
কতজন নিহত হয়েছে সে প্রসঙ্গে বেন্ডিতো বলেন, ‘ কেউ বলছে অনেক আবার কেউ বলছে ৪০ জন নিহত হয়েছে।
প্রসঙ্গত, গত সপ্তাহের শেষ নাগাদ ভূমধ্যসাগর থেকে ১০টি লাশ ও পাঁচ হাজার আটশ অভিবাসীকে জীবিত উদ্ধার করা হয়েছে। লিবিয়া উপকূল থেকে ইতালির কোস্টগার্ড তাদের উদ্ধার করে। এর আগে গত মাসে ভূমধ্যসাগরে প্রায় নয়শ অভিবাসী নিয়ে নৌকা ডুবির ঘটনা ঘটে।