নান্দাইলে ট্রেনের নীচে পড়ে মহিলার আত্নহত্যা

ভ্রাম্যমান প্রতিনিধি ঃ আজ মঙ্গলবার (৫ মে) দুপুর ১২.৪৫ মিঃ ময়মনসিংহ- ভৈরব রেলপথে নান্দাইল রোড রেল ষ্টেশনের আপ পয়েন্টের নিকট ময়মনসিংহ থেকে চট্রগ্রাম গামী ৩৮ নং ডাউন ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে ৫নং গাংগাইল কান্দিউড়া গ্রামের জনৈক আবুল খায়েরর স্ত্রী হাওয়া বেগম (২৫) নামক মহিলা আত্নহত্যা করেছে। স্বামীর সাথে অভিমান করে আত্নহত্যা করেছে বলে জানা গেছে।#