| সন্ধ্যা ৭:৫৬ - শুক্রবার - ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের ঘন্টাব্যাপী মানববন্ধন

স্টাফ রিপোটার,  বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বুয়েট) এর বিতর্কিত শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলমের বিচার ও বুয়েট শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দের বহিস্কার আদেশের প্রতিবাদে আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ ঘন্টব্যাপী মানববন্ধন করেছে। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সামনে ছাত্রলীগ নেতা শেখ সজলের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি ও জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোঃ রকিবুল ইসলাম রকিব। এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কলেজ ছাত্রলীগ নেতা ওয়াহিদুর রহমান সবুজ, আল মামুন, সাদ্দাম হোসেন, নোবেল সরকার, সুশান- সরকার, মোজাম্মেল হোসেন, জমির হোসেন প্রমুখ। মানবন্ধনে বক্তারা অবিলম্বে বুয়েটের বিতর্কিত শিক্ষক জাহাঙ্গীর আলমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান এবং মেধাবী ছাত্রলীগ নেতৃবৃন্দের বহিস্কার আদেশের প্রত্যাহারের অনুরোধ করেন।

সর্বশেষ আপডেটঃ ৬:২৪ অপরাহ্ণ | মে ০৫, ২০১৫