কিশোরগঞ্জে তিন আইসক্রীম ফ্যাক্টরি মালিকের কারাদন্ড

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে তিন আইসক্রীম ফ্যাক্টরি মালিককে ৩ মাস করে কারাদন্ড এবং ৩০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মোহাম্মদ সাঈদ এ কারাদন্ডাদেশ প্রদান করেন। এর আগে বিকালে শহরের রেলস্টেশন সংলগ্ন তুষার আইসক্রীম, মদিনা আইসক্রীম ও কোলার আইসক্রীম এই তিনটি ফ্যাক্টরিতে অভিযান চালায় র্যাব। র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের উপ-পরিচালক মেজর রিয়াজুল ইসলামের নেতৃত্বে অভিযানে ফ্যাক্টরি তিনটিতে অস্বাস’্যকর পরিবেশে ভেজাল উপকরণ এবং ড়্গতিকর রং দিয়ে আইসক্রীম তৈরির প্রমাণ পেয়ে তুষার আইসক্রীমের মালিক মো. বকুল, মদিনা আইসক্রীমের মালিক আবু তাহের এবং কোলার আইসক্রীমের মালিক আবুল কালাম বাবুলকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মো. সাঈদের উপসি’তিতে এসব ফ্যাক্টরিতে তৈরি বিপুল পরিমাণ আইসক্রীম এবং ভেজাল উপকরণ জব্দ করে বিনষ্ট করা হয়।
মেজর রিয়াজুল ইসলাম জানান, খাদ্যে ভেজাল বিরোধী অভিযানের অংশ হিসেবে জেলা প্রশাসনের সঙ্গে যৌথভাবে র্যাব এই অভিযান পরিচালনা করে। তিনটি ফ্যাক্টরির চৌবাচ্চাতেই কয়েক মাসের পুরনো দূষিত কালো পানির মজুদ দেখা যায়। এই নোংরা পানি দিয়েই আইসক্রীম তৈরি করা হয় যা খাবার অনুপযোগী। এছাড়া এসব ফ্যাক্টরি পরিচালনায় বিএসটিআই-এর অনুমোদন, পরিবেশ ছাড়পত্র ও সংশিস্নষ্ট কোন লাইসেন্সও ছিল না।