| ভোর ৫:২৭ - শনিবার - ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ - ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ - ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

বাজিতপুরে ৭০ জন কৃষককে আউশ ধানের সার ও বীজ বিতরণ

বাজিতপুর সংবাদদাতা :কিশোরগঞ্জের বাজিতপুরে কৃষি সম্প্রসারণ বিভাগ প্রান্তিক  ৯০ জন কৃষককে আউশ ধানের সার ও বীজ বিতরণ করা হয় । বাজিতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ছারওয়ার আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ,জেড,এম শারজিল হাসান,উপজেলা কৃষি কর্মকর্তা আবু মোহাম্মদ এনায়েতুলস্নাহ গত কাল মঙ্গলবার সকাল ১১টার দিকে পৌরসভা, পিরিজপুর, সরারচর, দিলালপুর, হালিমপুরের প্রানিত্মক আউশ ধানের ৯০ জন কৃষককে সার ও বীজ বিতরণ করা হয় । কৃষি সম্প্রসারণ বিভাগ জানায়,আউশ উফসী জাতের ২৬, ১৬ ও ৪৮ জাতের এবং নেরিকা জাতের ২০ জন কৃষকের প্রত্যক জনকে ইউরিয়া ২০ কেজি,পটাশ ২০ কেজি,ডি এ পি ১০ কেজি উফসী বীজ ৫ কেজি, নেরিকা ১০ কেজি করে বিতরণ করে । সার ও বীজ বিতরন কালে উপসি’ত ছিলেন সহকারী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাকির হোসেন,মোঃ আবুল কালাম মোলস্না প্রমুখ ।

সর্বশেষ আপডেটঃ ৫:৩৪ অপরাহ্ণ | মে ০৫, ২০১৫