| সন্ধ্যা ৬:০৮ - রবিবার - ২১শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ - ৬ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৪ই মহর্‌রম, ১৪৪৬ হিজরি

কলমাকান্দায় জমি সংক্রান্ত বিরোধে নিহত-১, আহত-৯

কলমাকান্দা (নেত্রকোণা) সংবাদদাতা ঃ নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের পাঁচকাটা গ্রামে জমি সংক্রান্ত বিরোধে মঙ্গলবার ভোরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ধানু মিয়া (৫৫) প্রতিপক্ষের রামদার আঘাতে ঘটনাস’লেই মৃত্যুবরণ করেছেন। ধানু মিয়া গং মাঠে ধান কাটতে গেলে প্রতিপক্ষ ডাঃ আমির হোসেন গংরা দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। এছাড়া মুনসুর আলী (২৬), আমছর আলী (২২) রহম আলী (২৪) ফারুক (৪২), খোদেজা খাতুন (৩২), সরাফত আলী (৪০), ওয়াহিদ (৩৫), মোরশেদ (৩২) আহত হয়। আশংকা জনক অবস’ায় আমছর আলী ও রহম আলীকে ময়মনসিংহ মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আহতদের কলমাকান্দা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত ধানু মিয়া  স্থানীয় আওয়ামীলীগের একজন কর্মী। কলমাকান্দা থানার ওসি বশির আহমেদ জানান, এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন আছে ও ময়নাতদনে-র জন্য লাশ প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ৫:২০ অপরাহ্ণ | মে ০৫, ২০১৫