সুইজারল্যান্ডে ১৩টি কবরে তাণ্ডবলীলা

অনলাইন ডেস্ক | ৫ মে ২০১৫, মঙ্গলবার:
সুইজারল্যান্ডের শহর লোজানে মুসলমানদের ১৩টি কবরে তাণ্ডবলীলা চালিয়েছে অজ্ঞাত দুষ্কৃতকারীরা। বোয়া-দেহ-ভো কবরস্থানের ক্ষতিগ্রস্ত পাথরের নামফলকগুলো থেকে ধারণা করা হচ্ছে, কবরে থাকা লাশগুলো আরব বা উত্তর আফ্রিকা অঞ্চলের মুসলমানদের। গত সোমবার এ তথ্য দিয়েছে স্থানীয় পুলিশ। এ খবর দিয়েছে বার্তা সংস্থা আইএএনএস। সুনির্দিষ্ট কোন প্রতীক বা চিহ্ন না থাকায় মৃত ব্যক্তিরা মুসলমান কিনা, তা শনাক্ত করা কঠিন ছিল। তবে ইসলামী শরীয়াহ অনুযায়ী, প্রতিটি কবরের মাথার দিক মক্কার দিকে থাকায় সেগুলো মুসলমানদের বলে নিশ্চিত হয় কর্তৃপক্ষ। গতকাল পুলিশ জানায়, এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক রিপোর্ট ইঙ্গিত করছে, অজ্ঞাত দুষ্কৃতকারীরা উদ্দেশ্যমূলকভাবেই মুসলমানদের কবরসমূহকে টার্গেট করে ওই তা-বলীলা চালায়।