| সকাল ৯:৫৬ - রবিবার - ২১শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ - ৬ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৪ই মহর্‌রম, ১৪৪৬ হিজরি

পাপুয়া নিউগিনিতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামির শঙ্কা

অনলাইন ডেস্ক | ৫ মে ২০১৫, মঙ্গলবার:

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ-রাষ্ট্র পাপুয়া নিউগিনিতে রিখটার স্কেলে ৭ দশমিক ৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্প-পরবর্তী ৫ দশমিক ৯ মাত্রার অপর একটি ভূকম্পনও আঘাত হানে সেখানে। প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার সতর্কতা উচ্চারণ করে বলেছে, ভূমিকম্পের কেন্দ্রের ৩০০ কিলোমিটারের মধ্যে অবিস্থত উপকূলবর্তী অঞ্চলে বিপজ্জনক সুনামির ঢেউ আছড়ে পড়তে পারে। প্রাথমিকভাবে, ভূমিকম্পে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। দশমিক ৩ থেকে ১ মিটার পর্যন্ত জলোচ্ছ্বাস নিয়ে ধেয়ে আসতে পারে সুনামিটি। পাপুয়া নিউগিনি সরকার উপকূল ও উপকূলবর্তী অঞ্চলসমূহে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় আজ সকাল ১১টা ৪৪ মিনিটে (বাংলাদেশ সময় ৭টা ৪৪ মিনিটে) নিউ বৃটেন অঞ্চলের কোকোপো শহরতলির ১৩৩ কিলোমিটার বা ৮৩ মাইল  দক্ষিণ-দক্ষিণপশ্চিমে আঘাত হেনেছে ভূমিকম্পটি। এদিকে এ সুনামিকে স্থানীয় সুনামি হিসেবে বর্ণনা করেছেন অস্ট্রেলিয়ার সিনিয়র সিসমোলজিস্ট জনাথন বাথগেইট। তিনি বলেছেন, অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ড এ সুনামিতে আক্রান্ত হবে না।

সর্বশেষ আপডেটঃ ৪:০৬ অপরাহ্ণ | মে ০৫, ২০১৫