| রাত ১১:৩৫ - বুধবার - ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

মা হলেন সারিকা

অনলাইন ডেস্ক | ৫ মে ২০১৫, মঙ্গলবার:

মেয়ের মা হলেন মডেল ও অভিনেত্রী সারিকা। গতকাল রাত সাড়ে ১০টায় নিজের ফেসবুক পেজে নবজাতকের দু’টি ছবি পোস্ট করে এ তথ্য জানান সারিকা নিজেই। তিনি আরও জানান, আজ দুপুর ১২টা ১০ মিনিটে রাজধানীর অ্যপোলো হাসপাতালে এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। নবজাতক এবং মা দু’জনেই ভাল আছে। কিন্তু মেয়ে যেহেতু সার্জারির মাধ্যমে হয়েছে তাই সারিকাকে বিশ্রামে রাখা হয়েছে। উল্লেখ্য, গত বছরের আগস্টে ব্যবসায়ী মাহিম করিমের সঙ্গে বিয়ে হয় সারিকার। মডেলিং আর অভিনয় দিয়ে খুব অল্প সময়ে সবার নজর কেড়ে নিয়েছিলেন সারিকা। প্রায় দু’বছর ধরে মিডিয়ায় অনুপস্থিত তিনি। সারিকা মডেলিং শুরু করেছিলেন ২০০৬ সালে। আর অভিনয় শুরু করেন ২০১০ সাল থেকে। কিন্তু হঠাৎ ২০১৩ সালের এপ্রিল মাসে তিনি নাটক ও মডেলিং থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এরপর আর ক্যামেরার সামনে দাঁড়াননি সারিকা।

সর্বশেষ আপডেটঃ ৪:০১ অপরাহ্ণ | মে ০৫, ২০১৫