গ্রামীণফোনের ৫৩৫ কোটি টাকা মুনাফা বেড়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি টেলিকম খাতের গ্রামীণফোনের মুনাফা বেড়েছে। আগের বছরের তুলনায় ২০১৫ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি ’১৫ থেকে মার্চ ‘১৫) ৩.৬৬ শতাংশ মুনাফা বেড়েছে।
আগের বছর প্রথম প্রান্তিকে কোম্পানির কর পরবর্তী মুনাফা হয়েছিল ৫১৬ কোটি টাকা। বিপরীতে চলতি বছরে একই প্রান্তিকে মুনাফা হয়েছে ৫৩৫ কোটি টাকা। কোম্পানির প্রকাশিত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১৩৫০ কোটি ৩০ লাখ টাকা পরিশোধিত মূলধনের গ্রামীণফোনে শেয়ারহোল্ডারদের সম্পদের বা ইক্যুইটির পরিমাণ হচ্ছে ৩৬৭১ কোটি ৪৫ লাখ টাকা। এ হিসাবে ৩১ মার্চ ২০১৫ তারিখে কোম্পানিটিতে শেয়ারহোল্ডারদের শেয়ারপ্রতি সম্পদের (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৭.১৯ টাকা।সুত্রঃ প্রিয়