| সকাল ৭:৪৩ - শনিবার - ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ফুলবাড়ীয়ায় বিনামুল্যে বীজ সার সেচ সহায়তা বিতরণ উদ্বোধন করলেন আলহাজ্ব মোসলেম উদ্দিন এমপি

ফুলবাড়ীয়া ব্যুরো : আজ সোমবার ২০১৫-১৬ অর্থ বছরে খরিপ-১ উচ্চ ফলনশীল ও নেরিকা জাতের আউশ ধান চাষে প্রণোদনার লক্ষ্য ফুলবাড়ীয়া উপজেলার ড়্গুদ্র ও প্রানিত্মক কৃষকদের বিনামুল্যে বীজ ও রাসায়নিক সার এবং সেচ ও আগাছা দমন সহায়তা কর্মসূচীর উদ্বোধন করেন আলহাজ্ব মো. মোসলেম উদ্দিন এ্যাড. এমপি। ইউএনও বনানী বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহের উপ-পরিচালক মো. আলতাবুর রহমান। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা এম এ জব্বার, তথ্য ও গবেষণা বিষয়ক এড. ইমদাদুল হক সেলিম, কুশমাইল ইউপি চেয়ারম্যান মো. শামছুল হক, যুবলীগ সভাপতি মো. রুহুল আমিন. উপ সহকারী কৃষি অফিসার মো. আসাদুজ্জামান আসাদ, হারুনঅর রশিদ হারুন প্রমুখ। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আহ্‌সানুল বাসার, প্রমুখ। পরিচালনায় উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো. বিল্লাল হোসেন।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, ১৩টি ইউনিয়ন ও পৌরসভায় (উফশী ও নেরিকা) ২হাজার ৩শ ২৫জন কৃষকের মধ্যে ১০.৯২৫মে. টন বীজ, ৪৬.৫০০মে.টন ইউরিয়া, ২৩.২৫০মে.টন ডিএপি, ২৩.২৫০মে. টন এমওপি এবং সেচ ও আগাছা দমন বাবদ ৩৪লাখ ২৩হাজার ৯৫০টাকা বিতরণ করা হবে। এ সহায়তার আওতায় প্রতিজন কৃষক উফসী বীজ ৫কেজি, ইউরিয়া সার ২০কেজি, ডিএপি ১০কেজি , এমওপি ১০কেজি এবং সেচ সহায়তা বাবদ পাবেন ৪০০টাকা। নেরিকা-১ আবাদীরা অতিরিক্ত ৫কেজি বীজ ও আগাছা বাবদ আরও ৪০০টাকা পাবেন। ভুর্তকী টাকা কৃষকের ১০টাকার ব্যাংক হিসাবের মাধ্যমে প্রদান করা হবে।

সর্বশেষ আপডেটঃ ৯:১৭ অপরাহ্ণ | মে ০৪, ২০১৫