| সকাল ৯:৫১ - শনিবার - ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ফুলবাড়ীয়া প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠানে- পৌর মেয়র, দুর্নীতির বিরুদ্ধে আরও বলিষ্ঠ ভুমিকা রাখতে হবে

ফুলবাড়ীয়া ব্যুরো অফিস : ফুলবাড়ীয়া পৌর মেয়র মো. গোলাম কিবরিয়া বলেছেন, আপনারা আপনাদের সুনাম ধরে রাখতে সদা সজাগ থাকবেন এবং দুর্নীতির বিরুদ্ধে আরও বলিষ্ঠ ভুমিকা রাখতে হবে। তিনি বলেন, আমাদের সীমাবদ্ধতা আছে- কিন্তু সাংবাদিকদের কোন সীমাবদ্ধতা নেই, তাই জীবনের ঝুকি নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে কোন সমস্যার সম্মুখীন হলে আমি এবং আমাদের লোকজন সহযোগিতায় এগিয়ে আসবে। তিনি আরও বলেন, এ প্রেসক্লাবকে অন্য সব প্রেসক্লাবের তুলনায় ব্যতিক্রম কার্যক্রম আরও অব্যাহত রাখতে হবে এবং কোন সাংবাদিক যেন বিক্রি হয়ে না যায় সেদিকে নতুন কমিটিকে খেয়াল রাখতে হবে।  রবিবার দুপুরে প্রেস ক্লাব কার্যালয়ে ‘ফুলবাড়ীয়া প্রেস ক্লাবের’ নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র মো. গোলাম কিবরিয়া এ কথা বলেন। ফুলবাড়ীয়া প্রেসক্লাব সভাপতি মো. নুরুল ইসলাম খান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অব. অধ্যক্ষ আলহাজ্ব আমজাদ হোসাইন বলেন, সততা ও স্বচ্ছতা, নিরপেক্ষতা বজায় রেখে এ সংগঠনকে এগিয়ে যেতে হবে। টাকার বিনিময়ে অনেকেই অপসাংবাদিকতা করে থাকে, তাদের প্রতি মানুষের ঘৃণা জন্ম হয়। কাজেই অপসাংবাদিকতা থেকে নিজেকে দূরে রাখতে হবে। ন্যায়-নীতি প্রতিষ্ঠার ক্ষেত্রে যথাসাধ্য সহযোগিতা করা হবে।
মেডিকেল অফিসার ডা. এম জি মোস্তফা বলেন আজ বিশ্ব গণমাধ্যম দিবস । মানুষের প্রতি মানুষের শ্রদ্ধা কমে গেছে- একতা হ্রাস পেয়েছে, তাই যার যার অবস’ানে থেকে ন্যায় ও সত্যের পথকে প্রশস্থ করতে হবে এবং নিজেকে নীতিতে অটল রাখতে হবে। আরও বক্তব্য রাখেন ফুলবাড়ীয়া সাংবাদিক ও সাহিত্যিক কল্যাণ সংস্থার সভাপতি মোঃ আঃ রাজ্জাক, উপজেলা সাহিত্য পরিষদের সভাপতি কবি মুহাম্মদ জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক ও প্রভাষক এম আর মতিন, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ নজরম্নল ইসলাম, সাহিত্য পরিষদের সদস্য সুলায়মান কবীর, গোলাম মোস্তফা, সাংবাদিক হাফিজুল ইসলাম স্বপন প্রমুখ, কুরআন তেলাওয়াত করেন কবি শরীফ উল্যাহ। অভিষেক অনুষ্ঠান পরিচালনায় সাধারণ সম্পাদক মো. আব্দুস ছাত্তার। এর পর দ্বিতীয় পর্বে প্রেসক্লাবের কার্যকরী কমিটির সকল সদস্যদেরকে শপথ বাক্য পাঠ করান উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব আমজাদ হোসাইন।

সর্বশেষ আপডেটঃ ৮:১১ অপরাহ্ণ | মে ০৩, ২০১৫