নেত্রকোনায় যুবতী নির্যাতিত, নারী আটক

নেত্রকোনা প্রতিনিধি : জেলা শহরের অজহর রোডে শনিবার রাতে ২৫ বছর বয়সী এক যুবতী যৌন নির্যাতনের শিকার হয়েছে। জড়িত থাকার অভিযোগে নেত্রকোনা মডেল থানা পুলিশ পার্বতী সাহাকে(৪৫) আটক করেছে।
জানা গেছে, জেলা শহরের অজহর রোডের এক বাসায় কৌশলে নেশা জাতীয় দ্রব্য পান করিয়ে অপরিচিত এক ব্যক্তি ওই যুবতীর ওপর যৌন নির্যাতন চালায়। এক পর্যায়ে রক্তক্ষরণ শুরু হলে তাকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন যুবতীর কথামত মডেল থানা পুলিশ পার্বতী সাহাকে রাতেই অজহর রোডের বাসা থেকে আটক করে। আজ রোববার তাকে আদালতে পাঠানো হয়েছে।
নেত্রকোনা মডেল থানার ইন্সপেক্টর তদন- হুমায়ুন কবীর ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে মামলা দায়েরের প্রস’তি চলছে। আটক হওয়া নারীকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।