| দুপুর ১২:০২ - শুক্রবার - ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

জামালপুর প্রেসক্লাবের নির্বাচনে সাদা সভাপতি, লুৎফর সাধারণ সম্পাদক

আব্দুল্লাহ আল মামুন সুমন, জামালপুর প্রতিনিধি: জামালপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন শনিবার উৎসবমূখর পরিবেশে সম্পন্ন হয়েছে। সভাপতি পদে নির্বাচিত হয়েছেন স্থানীয় সাপ্তাহিক কালাকাল পত্রিকার সম্পাদক হাফিজ রায়হান সাদা। বিনা প্রতিদ্বন্দ্বিতায় চতুর্থবার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এটিএন বাংলা, এটিএন নিউজ ও বিডিনিউজের প্রতিনিধি লুৎফর রহমান। সহ-সভাপতি পদে (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) নির্বাচিত হয়েছেন চ্যানেল আই এর প্রতিনিধি ও দৈনিক পল্লীর আলো সম্পাদক নুরুল আলম উজ্জল। সহ-সভাপতি (সহযোগী) নির্বাচিত হয়েছেন দৈনিক স্বদেশ সংবাদের প্রতিনিধি ময়না আকন্দ। যুগ্ম-সম্পাদক পদে (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) নির্বাচিত হয়েছেন সংবাদ প্রতিদিনের প্রতিনিধি আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন দৈনিক মানবকণ্ঠের প্রতিনিধি ও সাপ্তাহিক রাঙা পলাশের সম্পাদক কাফি পারভেজ, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) নির্বাচিত হয়েছেন আরটিভির প্রতিনিধি সুজিত রায়। কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন বৈশাখী টিভির প্রতিনিধি আনোয়ার হোসেন মুক্তা, বাংলাভিশন ও রেডিও টুডে প্রতিনিধি জুলফিকার মোঃ জাহিদ হাবিব, সময় টিভি ও দৈনিক মানবজমিনের প্রতিনিধি জাহাঙ্গীর আলম, এশিয়ান টিভি ও দৈনিক খবরের প্রতিনিধি আব্দুল জলিল, সাপ্তাহিক জনদ্বীপের নির্বাহী সম্পাদক শওকত জামান। কার্যনির্বাহী সদস্য (সহযোগী) পদে নির্বাচিত হয়েছেন সাপ্তাহিক নোঙ্গরের বিশেষ প্রতিনিধি অ্যাডভোকেট নজরুল ইসলাম মোহন।
নির্বাচন পরিচালনা করেন জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ার হোসেন।
উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত এই নির্বাচন পর্যবেক্ষণ করতে প্রেসক্লাব চত্বরে বিভিন্ন শ্রেণি পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত হন। ফলাফল ঘোষণা হলে উৎসুক জনতা প্রেসক্লাব চত্বরে একে অপরের মাঝে মিষ্টি বিতরণ করে উল্লাস প্রকাশ করেন।#

 

সর্বশেষ আপডেটঃ ৬:১০ অপরাহ্ণ | মে ০৩, ২০১৫