| রাত ১১:৩৩ - বৃহস্পতিবার - ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

সীমান্ত চুক্তি থেকে আসামকে বাদ না দেয়ার আহ্বান

অনলাইন ডেস্ক |৩ মে ২০১৫, রবিবার:

বাংলাদেশ-ভারত সীমান্তচুক্তি থেকে আসামকে বাইরে না রাখতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অনুরোধ জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। সীমান্তচুক্তি বাস্তবায়নে আসামকে বাদ রাখার ব্যাপারে ভারতের ক্ষমতাসীন এনডিএ সরকারের আগ্রহের খবর পাবার পর এ অনুরোধ জানান কংগ্রেস দলীয় এ মুখ্যমন্ত্রী। এ খবর দিয়েছে নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইন। প্রধানমন্ত্রী মোদির কাছে লেখা এক চিঠিতে গগৈ রাজ্য সরকারের সঙ্গে কোনো পরামর্শ না করে পার্লামেন্টে পাশ হওয়া প্রটৌকল থেকে আসাম সংশ্লিষ্ট শর্তগুলো বাদ দেয়ার সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেন। প্রসঙ্গত, তরুণ গগৈ ২০১১ সালের ৬ সেপ্টেম্বর তৎকালীন কংগ্রেস সরকারের প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর সঙ্গে বাংলাদেশ সফর করেন। সে সফরেই দু’ দেশের মধ্যে সীমান্ত চুক্তি স্বাক্ষরিত হয়।

সর্বশেষ আপডেটঃ ৪:০০ অপরাহ্ণ | মে ০৩, ২০১৫