| সকাল ৬:৫৯ - শুক্রবার - ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ - ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

নেপালে মৃতের সংখ্যা ৭ হাজার ছাড়িয়েছে

অনলাইন ডেস্ক |৩ মে ২০১৫, রবিবার:

নেপালের বিধ্বংসী ভূমিকম্পে মৃতের সংখ্যা ৭ হাজার ছাড়িয়েছে। নতুন জীবিত কাউকে পাবার সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে নিখোঁজ ব্যক্তিদের আত্মীয়স্বজনরা আশা ছাড়তে রাজী নন। গতকাল ৫.১ মাত্রার আরেকটি ভূমিকম্পের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। এ খবর দিয়েছে আল জাজিরা অনলাইন। পুলিশ কর্মকর্তা বাবু কানজি গিরি রবিবার জানিয়েছেন, মৃতের সংখ্যা ৭০৪০-এ পৌঁছেছে। এছাড়া আহতদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪১২৩ জনে। এর আগে শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লক্ষ্মী প্রসাদ ধকল বলেন, জীবিত কাউকে খুঁজে পাবার সম্ভাবনা খুবই ক্ষীণ। তিনি বলেন, আমরা উদ্ধার ও ত্রাণ সরবরাহ করতে সর্বোচ্চ চেষ্টা করছি। কিন্তু এখন আমি মনে করি না যে, আর কাউকে জীবিত পাওয়া যেতে পারে। ২০ টিরও বেশি দেশের বেশ কয়েকটি উদ্ধারকারী দল প্রশিক্ষিত কুকুর ও তাপ-সন্ধানী যন্ত্র দিয়ে জীবিতদের শনাক্তে কাজ করছে। বৃহপতিবার রাতের পর কোনো দলই কাউকে জীবিত পায়নি। এদিকে শনিবার বিকেলের দিকে নিহতদের জন্য রাজধানী কাঠমান্ডুর মাইটিঘর মান্ডালা পার্কে প্রার্থণা ও মোমবাতি প্রজ্জ্বলনে অংশ নেয় বহু মানুষ। এখন পর্যন্ত ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০০০ কোটি ডলার ছাড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রত্যন্ত শহর ও গ্রামগুলোর ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি। জীবিত কাউকে ২ দিনেও খুঁজে না পাওয়ায়, এখন প্রত্যন্ত অঞ্চলগুলোতে ত্রাণ পৌঁছানোর দিকেই মনোযোগ দিয়েছে সরকার।

সর্বশেষ আপডেটঃ ১২:৪৯ অপরাহ্ণ | মে ০৩, ২০১৫