তারাকান্দায় একই পরিবারের ৪জন প্রতিবন্ধি
রফিক বিশ্বাসঃ ময়মনসিংহের তারাকান্দায় একই পরিবারের ৪জন বুদ্ধিপ্রতিবন্ধি মানবেতর জীবনযাপন করছে। প্রতিবন্ধিদের জন্য সরকার সুযোগ সুবিধা দিলেও আজো তাদের ভাগ্যে জোটেনি প্রতিবন্ধি ভাতা বরং ভূমি খেকো চক্রের রোষানলে পড়ে দূর্বিসহ জীবনযাপন করছে প্রতিবন্ধি পরিবারটি। জানা গেছে, উপজেলার গালাগাঁও ইউনিয়নের নিশুন্দাকান্দি গ্রামের মৃত- আব্দুল মুন্সীর পুত্র আব্দুল জব্বার(৫৫), মেয়ে রাবিয়া ও রোকিয়া প্রতিবন্ধি। রাবিয়ার ১২ বৎসরের ছেলে ইব্রাহিমও একজন প্রতিবন্ধি। রাবিয়ার বিয়ে হলেও বুদ্ধি প্রতিবন্ধির কারণে ছেলেসহ পিত্রালয়ে আসতে হয়। বর্তমানে ঐ পরিবারের একমাত্র উপার্জনশীল ও অভিভাবক প্রতিবন্ধিদের ভাগিনা কালা চাঁন। প্রতিবন্ধি আঃ জব্বারের পৈর্তৃক সুত্রে প্রাপ্ত ৪৮ শতাংশ ভূমির উপর নজর পড়ে তার চাচা ও চাচাত ভাই সহ ভূমি খেকোদের। জমাজমি সংক্রানত্ম শত্রম্নতার জের ধরে গত মঙ্গলবার কালা চাঁনকে কুপিয়ে জখম করে প্রতিপড়্গরা। এ ব্যাপারে কালা চাঁনের মাতা আমিনা খাতুন বাদী হয়ে তারাকান্দা থানায় অভিযোগ দায়ের করেন। আমিনা বেগম জানান যে, বুদ্ধি প্রতিবন্ধি ভাই আব্দুল জব্বার, বোন রাবিয়া, রোকিয়া ও ভাগ্নে ইব্রাহিমকে লালন পালন করে আসছে। ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান তালুকদার জানান একই পরিবারের ৪জন বুদ্ধি প্রতিবন্ধি আমার জানা নেই, তবে খোজঁখবর নিয়ে সহযোগীতা করা হবে।