| রাত ১:৪৭ - শনিবার - ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

মোহনগঞ্জে মাদরাসার সাইনবোর্ড ভেঙ্গে ফেলেছে দুর্বৃত্তরা

নেত্রকোনা প্রতিনিধি : জেলার মোহনগঞ্জ উপজেলার সমাজ সহিলদেও ইউনিয়নের রামজীবনপুর গ্রামে বৃহস্পতিবার রাতে গ্রাম্য বিরোধের জের ধরে হিবজুল কুরআন হাফিজিয়া মাদরাসার সাইনবোর্ড ভেঙ্গে ফেলেছে দুর্বৃত্তরা। এ ব্যাপারে মাদরাসার প্রতিষ্ঠাতা রামজীবনপুর গ্রামের দিলোয়ার জাহান শুক্রবার মোহনগঞ্জ থানায় একই গ্রামের ৮জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। শনিবার পুলিশ ঘটনাস’ল পরিদর্শণ করেছে।
জানা গেছে, জেলার মোহনগঞ্জের রামজীবনপুর গ্রামের দিলোয়ার জাহান হিবজুল কুরআন হাফিজিয়া মাদরাসা প্রতিষ্ঠা করেন। এ নিয়ে বেশ কিছুদিন ধরে একই গ্রামের ফজলুর রহমানের সাথে তার মত বিরোধ চলছিল। এরই জের ধরে গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে কয়েকজন মাদরাসার সাইনবোর্ড ভেঙ্গে ফেলে এবং মাদ্রসা ভেঙ্গে ফেলার হুমকি দেয়। এ নিয়ে গ্রামের দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।
মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. রমিজুল হক জানান, মাদরাসার নামকরণ ও সভাপতি হওয়া নিয়ে গ্রামের দুই পক্ষের মধ্যে দ্বন্দ চলছে। এক পক্ষ মাদরাসার সাইনবোর্ড খুলে ফেলেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ৫:৫০ অপরাহ্ণ | মে ০২, ২০১৫