| রাত ২:০৭ - বৃহস্পতিবার - ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

১৮তম অর্ধশতক সাকিবের

অনলাইন ডেস্ক | ২ মে ২০১৫, শনিবার:

টেস্ট ক্রিকেটে ক্যারিয়ারে ১৮তম অর্ধশতক হাঁকিয়েছেন বাঁহাতি ব্যাটসম্যান সাকিব আল হাসান।
খুলনায় পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের পঞ্চম দিনে অধশতক পূর্ণ করতে তিনি খেলেন ৭৬ বল। ৫টি চারের মারে ইনিংসটি সাজান তিনি।
রেকর্ডময় এ ম্যাচে বাংলাদেশের উদ্বোধনী দুই ব্যাটসম্যান ৩১২ রানের জুটি গড়েন। ব্যক্তিগত ১৫০ রান সংগ্রহ করে ইমরুল কায়েস আউট হলেও ক্যারিয়ারের প্রথম দ্বিশতক পূর্ণ করেন তামিম ইকবাল।
তামিমের ফিরে যাওয়ার পর ক্রিজে আসেন সাকিব। সাবলীল ভঙ্গিতে ব্যাট করে তুলে নেন তার ১৮তম অর্ধশতক।

সর্বশেষ আপডেটঃ ৫:০৫ অপরাহ্ণ | মে ০২, ২০১৫