| সকাল ১০:২৭ - শুক্রবার - ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ঘনিষ্ঠ দৃশ্যের জন্য ১২ ঘণ্টা !

অনলাইন ডেস্ক | ২ মে ২০১৫, শনিবার:

‘ফিতুর’ ছবিতে জুটি বেঁধেছেন ক্যাটরিনা কাইফ ও আদিত্য রায় কাপুর। চিত্রনাট্যের প্রয়োজনে তাদেরকে কাজ করতে হচ্ছে ঘনিষ্ঠ দৃশ্যে। কিছুদিন আগে কাশ্মিরে এক সেতুর ওপর চুম্বন দৃশ্যে অভিনয় করেছেন তারা। এবার দু’জনে অন্তরঙ্গ দৃশ্যের কাজ করলেন ফিল্ম সিটিতে। কিন্তু এজন্য তাদের লেগেছে ১২ ঘণ্টা!

জানা গেছে, চুম্বনে ভরা প্রেমময় দৃশ্যটি স্বতস্ফূর্তভাবে ফুটিয়ে তোলার আগে ৩১ বছর বয়সী ক্যাটরিনা ও ২৯ বছর বয়সী আদিত্য চার ঘণ্টা মহড়া করেছেন। দিনের শেষে দু’জনই ক্লান্ত হয়ে পড়েন। এখানেই শেষ নয়, আগামীতে ছবিটির জন্য আরও চুম্বন দৃশ্যে কাজ করতে হবে তাদেরকে!

চার্লস ডিকেন্সের ‘গ্রেট এক্সপেক্টেশন্স’ অবলম্বনে তৈরি হয়েছে ছবিটির চিত্রনাট্য। পরিচালনা করছেন অভিষেক কাপুর। এতে আরও অভিনয় করছেন রেখা।

সর্বশেষ আপডেটঃ ৪:৫৩ অপরাহ্ণ | মে ০২, ২০১৫