| সকাল ১০:১৩ - সোমবার - ২৭শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ - ৪ঠা রমজান, ১৪৪৪ হিজরি

নানা আনুষ্ঠানিকতার ছোঁয়ায় কিশোরগঞ্জে মে দিবস

কিশোরগঞ্জ প্রতিনিধি:  নানা আনুষ্ঠানিকতায় কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন করা হয়েছে। ‘শ্রমিক-মালিক ঐক্য গড়ি, সোনার বাংলা গড়ে তুলি’ প্রতিপাদ্যকে সামনে রেখে সকালে জেলা প্রশাসন একটি বর্ণাঢ্য র‌্যালি বের করে। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক এসএম আলম, পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট এমএ আফজাল, জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডার মো. আসাদ উল্লাহ, জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি এডভোকেট ভূপেন্দ্র চন্দ্র ভৌমিক দোলন, জেলা আইনজীবী সমিতির সভাপতি পিপি শাহ আজিজুল হক, এডভোকেট নজরুল ইসলাম জুয়েল প্রমুখ। এতে বিভিন্ন সেক্টরের শ্রমিক নেতৃবৃন্দ ছাড়াও নানা পেশার মানুষ অংশ নেন। র‌্যালিটি শহর প্রদক্ষিণশেষে জেলা শিল্পকলা মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। এছাড়াও জেলা শ্রমিক লীগ, জেলা জাতীয়তাবাদী শ্রমিক দল, মোটরযান শ্রমিক ইউনিয়ন, ওয়ার্কার্স পার্টি, টিইউসি, বিল্ডিং নির্মাণ শ্রমিক ইউনিয়ন, হোটেল শ্রমিক ইউনিয়ন, দর্জি শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন শ্রমিক সংগঠন র‌্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করে। তারা কর্মক্ষেত্রে সঠিক পরিবেশ সৃষ্টি ও উপযুক্ত মজুরির দাবি জানান।

সর্বশেষ আপডেটঃ ১১:৩৮ পূর্বাহ্ণ | মে ০২, ২০১৫