| সকাল ৮:১০ - রবিবার - ২১শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

আফগানিস্তানে সংঘর্ষে নিহত ২৭

আফগানিস্তানে শুক্রবার নিরাপত্তা রক্ষাকারী বাহিনী ও তালেবানদের মধ্যকার সংঘর্ষে অন্তত ২৭ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ২৫ জন বিদ্রোহী ও দুইজন নিরাপত্তারক্ষী। শুক্রবার দেশটির পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশে এ ঘটনা ঘটে।

প্রাদেশিক সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে দুই শতাধিক তালেবান আলী শির ও তারিজাই জেলায় পুলিশি তল্লাশীচৌকিতে হামলা চালায়। এ সময় নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পাল্টা হামলা চালালে সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সময় শুক্রবার সকাল ৬টা পর্যন্ত এ সংঘর্ষ চলে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, সংঘর্ষে ২৫ তালেবান নিহত ও অন্তত ২১ জন আহত হয়েছে। অপরদিকে সীমান্ত পুলিশের দুই সদস্য নিহত ও পাঁচজন আহত হয়েছে।

পাকিস্তান সীমান্তবর্তী পর্বতাঞ্চল খোস্ত প্রদেশ তালেবানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।

সর্বশেষ আপডেটঃ ৬:০১ পূর্বাহ্ণ | মে ০২, ২০১৫