| সকাল ৯:৫১ - শনিবার - ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

দুধ উৎপাদনক্ষম ২০ লাখ মহিষ উৎপাদনের উদ্যোগ

মহিষের দুধ ও মাংস বাড়ানোর লক্ষ্যে এবং সুস্থ সবল বাছুর উৎপাদনে নতুন উদ্যোগ গ্রহণ করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। এ লক্ষ্য বাস্তবায়নে কৃত্রিম প্রজননের মাধ্যমে দেশের উত্তরাঞ্চল, চরাঞ্চল ও হাওড়াঞ্চলে মুররাহ জাতের মহিষের সিমেনের মাধ্যমে দেশীয় জাতের মহিষের জাতোন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
স্বল্প পরিসরের ‘মহিষ উন্নয়ন’ প্রকল্পের আওতায় ২০১০ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত ৪১৫টি মহিষের ওপর কৃত্রিম প্রজনন প্রক্রিয়ায় ২৫টি সুস্থ সবল বাছুর জন্মগ্রহণ করেছে। এদের জন্ম ওজন প্রায় ২৫-৩৫ কেজি। যেখানে দেশীয় বাছুরের জন্ম ওজন মাত্র ৮-১৫ কেজি। প্রাথমিকভাবে এই সাফল্য পাওয়ার ফলে ব্যাপক পরিসরে মহিষের জাত উন্নয়নে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রাণিসম্পদ অধিদফতর জানায়, কৃত্রিম প্রজননের মাধ্যমে ২০ লাখ গাভী মহিষ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি মহিষে থেকে ৮-১০ কেজি দুধ পাওয়া যাবে। আগামী পাঁচ বছরের মধ্যেই দেশে উন্নত জাতের ২০ লাখ মহিষ উৎপাদন করা হবে।
‘মহিষ উন্নয়ন’ প্রকল্পের আওতায় দেশের ১৪টি জেলার ৪০টি উপজেলায় ব্যাপকভাবে এ লক্ষ্যে কাজ শুরু হচ্ছে।
দেশে ২০ লাখ গাভী মহিষ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়া পর্যন্ত প্রকল্পের পরিসর ও মেয়াদ বাড়ানো হতে পারে বলছে প্রাণিসম্পদ অধিদফতর সূত্র।

সর্বশেষ আপডেটঃ ৫:৪৭ পূর্বাহ্ণ | মে ০২, ২০১৫