| সকাল ৭:১৮ - মঙ্গলবার - ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১০ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ফুলপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু

লোক লোকান্তর ডেক্সঃ   শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার কুলিরকান্দা গ্রামে জমিতে ধান কাটার সময় বিদ্যুতের তারে জড়িয়ে পড়লে ঘটনাস্থলেই  দুই শ্রমিকের মৃত্যু হয়।নিহত ব্যক্তিরা হলেন মুছা আলী (৩০) ও রমিজ উদ্দিন (২৬)।

স্থানীয়রা জানায়, কুলিরকান্দা গ্রামের স্থানীয় চিকিৎসক সুরুজের ক্ষেতে ধান কাটার সময় প্রথমে মুছা বিদ্যুতের তারে জড়িয়ে গেলে তাকে উদ্ধার করতে গিয়ে রমিজও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। পরে সংবাদ পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল হক  তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

সর্বশেষ আপডেটঃ ১২:৩৮ পূর্বাহ্ণ | মে ০২, ২০১৫