ময়মনসিংহে মহান মে দিবসের র্যালী উদ্বোধন করেন-ধর্ম মন্ত্রী

শাহ আলম উজ্জ্বল: ‘‘শ্রমিক-মালিক ঐক্য গড়ি, সোনার বাংলা গড়ে তুলি’’ এই শ্লোগানে ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদায় দিনব্যাপী নানা কর্মসূচীর মাধ্যমে আজ শুক্রবার মহান মে দিবস পালিত হয়েছে।
ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় টাউন হল প্রাঙ্গনে মে দিবসের র্যালী উদ্বোধন করেন ধর্ম মন্ত্রী আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান। র্যালীটি শহরের গুরুত্ব পূর্ণ সড়ক প্রদক্ষিন করে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে গিয়ে এক আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।
দিবসটি উপলক্ষ্যে জিলা মোটরযান কর্মচারী শ্রমিক ইউনিয়ন শহরের বড়বাজার কার্যালয়ে মিলাদ মাহফিল শেষে আজ শুক্রবার দুপুরে সংগঠনের সভাপতি নজরুল ইসলামের নেতৃত্বে একটি বর্নাঢ্য র্যালি বের করা হয়।
এছাড়াও শহরের মালগুদাম চত্বর থেকে ট্রেড ইউনিয়ন কেন্দ্র শহরে একটি র্যালি বের করে।র্যালিতে বিভিন্ন শ্রমিক সংগঠন বাদ্য-বাজনা নিয়ে অংশ গ্রহন করেন। র্যালী শেষে মাল গুদাম চত্বরে আলোচনা সভা ও সঙ্গীত পরিবেশিত হয়েছে।