হোসেনপুরে মহান মে দিবস পালিত

হোসেনপুর প্রতিনিধি: হোসেনপুর ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন ও অন্যান্য শ্রমিক সংগঠনের যৌথ উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে পহেলা মে মহান দিবস পালিত হয়েছে। সকালে হোসেনপুর মাছ মহল থেকে ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে শ্রমিক সমাবেশ ও এক বর্নাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। উপজেলা ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের সভাপতি ফজলুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক মাহবুব আলম ও ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি হারিছ চৌধুরী, সাধারন সম্পাদক স্বপন মোল্লা প্রমুখ।