| সকাল ৭:৫২ - শুক্রবার - ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ঝিনাইগাতীতে মহান মে দিবস পালিত

ঝিনাইগাতী প্রতিনিধি ঃ শেরপুরের ঝিনাইগাতীতে ১লা মে শুক্রবার মহান মে দিবস পালিত হয়েছে। সকাল ৯ ঘটিকায় জাতীয়, দলীয় ও শোক পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের সূচনা শুরু হয়। সকাল ১১ ঘটিকায় ঝিনাইগাতী উপজেলা শাখার ট্রাক, বাস কোচ, হোটেল ও রেস্তোরা, অটোটেম্পু, অটোরিক্সা, সিএনজি চালক, ট্রলি চালক, কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রী ও মাইক প্রচারক শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালীতে অংশ নেয় ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক। এছাড়াও দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্যে ছিল আলোচনা সভা, মিলাদ মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

সর্বশেষ আপডেটঃ ৫:৩২ অপরাহ্ণ | মে ০১, ২০১৫