| সকাল ৮:০৩ - শুক্রবার - ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ - ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

আইসিসি’র ওয়ানডে র‍্যাংকিংয়ে বাংলাদেশের স্থান এখন আটে

 ওয়ানডেতে হোয়াইটওয়াশ করার সুবাদে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল(আইসিসি)’র ওয়ানডে র‍্যাংকিংয়ে সেই পাকিস্তানকেই ছাড়িয়ে নয় থেকে আটে উঠে গেছে বাংলাদেশ। অন্যদিকে বাংলাদেশের স্থান নিয়েছে আজহার আলির পাকিস্তান।

বৃহস্পতিবার আইসিসির অফিশিয়াল ওয়েবসাইটে নতুন এই র‍্যাংকিং প্রকাশ করা হয়। নতুন এই তালিকাতে বাংলাদেশ সাত রেটিং পয়েন্ট যোগ করে ৮১ থেকে ৮৮ পয়েন্টে দাড়িয়ছে।

অন্যদিকে, তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তিনটিতেই পরাজিত হয়ে ৯২ রেটিং পয়েন্ট থেকে পাঁচ পয়েন্ট হারিয়েছে। তাদের বর্তমান পয়েন্ট ৮৭। ফলে পাকিস্তান নেমে এসেছে নয়ে আর বাংলাদেশ উঠে গেলো আটে।

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালীন সময়েই কোচ হাতুরেসিংহে জানিয়েছিলেন, হোয়াইটওয়াশের চাইতে র‍্যাংকিংয়ের দিকেই চোখ রাখছে বাংলাদেশ। এর মূল কারণ ২০১৭ সালে অনুষ্ঠিতব্য আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে সুযোগ পাওয়ার জন্য চলতি বছরের সেপ্টেম্বর মাসে মাশরাফিদের অষ্টম স্থানে অবস্থান করা লাগবে।

সর্বশেষ আপডেটঃ ২:১৮ পূর্বাহ্ণ | মে ০১, ২০১৫