| সকাল ৬:২০ - শনিবার - ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ - ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ - ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

নান্দাইলে ডিজিটাল মেলার উদ্বোধন

ভ্রাম্যমান প্রতিনিধি ঃ আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় ময়মনসিংহের নান্দাইল উপজেলা মিলনায়তনে ডিজিটাল মেলার উদ্বোধন করেন নান্দাইলের জাতীয় সংসদ সদস্য, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য মোঃ আনোয়ারম্নল আবেদীন খান তুহিন। এ সময় অন্যান্যদের মধ্যে নান্দাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক চৌধুরী স্বপন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহানূর আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস ছালাম, হাবিবুন ফাতেমা পপি, আওয়ামী নেতা এডভোকেট আব্দুল আহাদ, সরাফ উদ্দিন ভ’ইয়া, চন্ডীপাশা ইউপিঃ চেয়ারম্যান মোঃ এমদাদুল হক ভূইয়া, শেরপুর ইউপিঃ চেয়ারম্যান মোঃ মোয়াজ্জেম হোসেন মিল্টন ভূইয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ডিজিটাল মেলা উদ্ভোধনী অনুষ্ঠানে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জুনায়েদ আহাম্মদ পুলক টেলিকনফারেন্স এর মাধ্যমে ডিজিটাল মেলা শুরম্ন করায় নান্দাইলবাসী ও নান্দাইলের জাতীয় সংসদ সদস্য কে অভিনন্দন জানান এবং আগামী জুন/১৫ এর মধ্যে নান্দাইলকে থ্রিজি মোবাইলের আওতায় আনার ঘোষনা দেন। মাননীয় মন্ত্রী টেলিকনফারেন্সে যোগদান করায় নান্দাইলবাসীর পড়্গ থেকে সংসদ সদস্য তুহিন মন্ত্রী মােদয়কে ধন্যবাদ জানান।
এরপর সংসদসদস্য ও অন্যান্য অতিথিরা ফুলের মালা কেঁটে উপজেলা পরিষদ মিলনায়তনে ২ দিন ব্যাপী ডিজিটাল মেলার আনুষ্ঠানিকভাবে উদ্ভোধন করেন।
মেলার দিত্বীয় দিন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রীর আনর্ত্মজাতিক বিয়ষক উপদেষ্ঠা প্রফেসর ড. গওহর রিজভী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরন করবেন।#

সর্বশেষ আপডেটঃ ৭:১৯ অপরাহ্ণ | এপ্রিল ৩০, ২০১৫