| দুপুর ১২:১৬ - রবিবার - ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৫শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

কলমাকান্দায় খেলার মাঠ দখলের অভিযোগ

নেত্রকোনা প্রতিনিধি : জেলার কলমাকান্দা উপজেলার কনুরা গ্রামে সরকারী জায়গাসহ খেলার মাঠ দখলের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী কয়েক ব্যক্তির বিরুদ্ধে। এ ব্যাপারে মঙ্গলবার জেলা প্রশাসক বরাবে লিখিত অভিযোগ করেছেন একই গ্রামের আবদুল জলিল।
অভিযোগে জানা গেছে, জেলার কলমাকান্দার কনুরা গ্রামের আলা উদ্দিন, ইসলাম উদ্দিন, আসাদ মিয়া, সাজল মিয়া, লালু মিয়া, কনক মিয়াসহ গ্রামের প্রভাবশালীরা সরকারী হালট, গোচরণভূমি ও খেলার মাঠসহ প্রায় ১৩ একর সরকারী জায়গা দখল করেন। তারা ওই জমিতে কয়েক বছর ধরে ইরি বোরো ধান আবাদ করছেন। এতে করে এলাকার সাধারণ মানুষ গোচারণ এবং চলাচল করতে পারছেনা। পাশাপাশি এলাকার শিশু কিশোর ও যুবকরা খেলাধূলা করতে পারছেনা। এ ব্যাপারে কনুরা গ্রামের আবদুল জলিল জেলা প্রশাসক বরাবরে জমি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস’া গ্রহনের জন্য লিখিত অভিযোগ করেছেন।

সর্বশেষ আপডেটঃ ৬:০১ অপরাহ্ণ | এপ্রিল ৩০, ২০১৫